ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে মহাসড়কে যুবককে ছুরিকাঘাত, মরদেহ এনাম মেডিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
সাভারে মহাসড়কে যুবককে ছুরিকাঘাত, মরদেহ এনাম মেডিকেলে

সাভার (ঢাকা): সাভারের মহাসড়কে পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে এনাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে পলাশকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

নিহত পলাশ চন্দ্র পিরোজপুর জেলার মডবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লালের ছেলে। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ইপি গ্রুপের আই ডিপার্টমেন্টে কাজ করতেন।

পুলিশ জানায়, কারখানা ছুটি হলে নবীনগরে জালালাবাদ এলাকায় বাসায় যাওয়ার জন্য সিঅ্যান্ডবি আসেন পলাশ। ফুটওভার ব্রিজে উঠে পশ্চিম দিকের সিঁড়িতে নামতেই দুর্বৃত্তরা তার বুকে, পেটে, মুখে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পলাশকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি নিহতের পরিবারকে জানানো হয়েছে। এটি ছিনতাই না পরিকল্পিত হত্যার ঘটনা এখনই বলা যাচ্ছে না। ছিনতাই হলে তার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেত। কিন্তু কিছুই নেয়নি দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ২৫ মে, ২০২৩
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।