ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় অধীর অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০২ জুন) রাত ৮টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত অধীর ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে অধীর বাজার থেকে বাড়ি ফেরার সময় মোহাম্মদ ডাক্তারের বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালিগঞ্জমুখী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অধীরের মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মনজুরুল আলম বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পিকাআপভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত অধীরের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।