ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ কনস্টেবলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
পুলিশ কনস্টেবলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে এলাঙ্গী পুলিশ ক্যাম্প থেকে আবু সাহেদ (২৫) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবু সাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি গাংনী থানার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নং ৭১৬।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুফল কুমার বলেন, নাইট ডিউটি শেষে রোববার (৪ জুন) সকালে তার কক্ষে যান কনস্টেবল আবু সাহেদ। কিছুক্ষণ পর এক কনস্টেবল খবর দেন যে, সাহেদের মুখ দিয়ে ফ্যাপড়ানি (ফেনা) জাতীয় বের হচ্ছে। পরে সেখানে গিয়ে তার হাত-পা নেড়ে দেখি, শরীর ঠাণ্ডা, শ্বাস-প্রশ্বাস বন্ধ। ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করলে, তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মারুফ বলেন, মনে হচ্ছে কেমিক্যাল জাতীয় কিছু খেয়েছেন। তবে, আসল কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।