ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
তেজগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর তেজগাঁও থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ওসমান মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (৪ জুন) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (৩ জুন) দিনগত রাতে তেজগাঁও থানার তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসমান ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফলিয়া গ্রামের মৃত কাওসার মোল্লার ছেলে।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার ওসমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে ঢাকার মতিঝিল থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার নামে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।  

তার নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসজেএ/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।