ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২১ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
নিখোঁজের ২১ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে নিখোঁজের ২১ ঘণ্টা পরে রাব্বী খান (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (৪ জুন) বেলা ১১টায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।  

এর আগে শনিবার (৩ জুন) দুপুরে স্থানীয় একটি খালে ৩ বন্ধুর সঙ্গে গোসল করতে দেখা যায় রাব্বিকে।

নিহত রাব্বী খান নাটই খালী গ্রামের হেদায়েত খানের ছেলে ও স্থানীয় এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।

জানাযায়, শনিবার দুপুরে প্রচণ্ড তাপদাহে রাব্বীসহ তার চার বন্ধু মিলে বাড়ির পাশের খালে গোসল করছিল। দীর্ঘ সময় ধরে গোসলের পর অন্য বন্ধুরা বাড়িতে চলে আসলেও রাব্বীকে আর পাওয়া যায়নি। বন্ধুরা মিলে একটি গাছ থেকে পানির মধ্যে লাফিয়ে পড়েছিল কয়েকবার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এক সঙ্গে গোসল করতে নামা বন্ধু ও অন্যান্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।