ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবেশের জন্য প্লাস্টিক বড় হুমকি: ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
পরিবেশের জন্য প্লাস্টিক বড় হুমকি: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়: পরিবেশের জন্য প্লাস্টিক এখন বড় হুমকি উল্লেখ করে প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার জন্য সবাইকে আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (৬ জুন) বিশ্ব পরিবেশ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, বৃক্ষরোপণ ও সেমিনার।

ঢাবি উপাচার্য আখতারুজ্জামান বলেন, প্লাস্টিককে পরিবেশবান্ধব করার জন্য যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে জৈব সার তৈরির পদ্ধতি উদ্ভাবনের জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।  

উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতাহার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  সেমিনারে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সেমিনারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম আবদুল হাকিম ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা জুন ০৬, ২০২৩
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।