ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দর্শনায় ঘর থেকে ডেকে নিয়ে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
দর্শনায় ঘর থেকে ডেকে নিয়ে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে বাবর আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবর আলীর বাড়ি দর্শনার ধন্যঘরা গ্রামে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বাবর। রাত সাড়ে ১২টার দিকে কারো ডাকে ঘর থেকে বের হন তিনি। এসময় বাড়ির উঠানে তাকে কুপিয়ে জখম করা হয়। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, তার বাম কাঁধে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।