ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত  

ময়মনসিংহ: ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে শিমুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (১১ জুন) সকালে নগরীর বাউন্ডারী রোডের সাহেব আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিমুল মিয়া জামালপুর সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,  তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, রড মিস্ত্রি শিমুল সকালে ২০তলা ভবনের ছাদে উঠে রডের কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মো. ফারুক হোসেন বলেন, নিহতের স্বজনরা এখনো থানায় যোগাযোগ করেননি। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।