খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে খাগড়াছড়ির মিনি মৎস্য হ্যাচারি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম।
এ সময় খাগড়াছড়ির হ্যাচারি মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে খাগড়াছড়ি সদর উপজেলায় তৃতীয় ব্যাচে ২০ জনকে তিন ব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এডি/এএটি