ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
কেরানীগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারি আটক

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে হেরোইনসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯শ টাকা জব্দ করা হয়।



আটকরা হলেন- রাজন ব্যাপারী (৩০), আনোয়ার হাওলাদার (৩০), রাসেল (৪০), সোহেল হাওলাদার (৪২) ও সাগর (১৯)।  

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১৯৮ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।