ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা আজিজুল বারী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
মুক্তিযোদ্ধা আজিজুল বারী আর নেই আজিজুল বারী

জয়পুরহাট: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও অনারারি ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার (১৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী সোটাহার গ্রামের বাসিন্দা আজিজুল বারী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাত নম্বর সেক্টরের অধীনে মহানন্দার তীরে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তার অকুতোভয় অসীম সাহসের কারণে চাঁপাইনবাবগঞ্জ এবং এর আশপাশের এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।  

জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে বুধবার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সোটাহার আলিম মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে। পরে ওখানেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়পুরহাট জেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযুদ্ধ বিষয়ক ইউনিটের এবং রাজনৈতিক নেতারা।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।