ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্ত হাটের সংস্কার কাজ পরিদর্শনে ভারত-বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
কসবা সীমান্ত হাটের সংস্কার কাজ পরিদর্শনে ভারত-বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিম

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে হাট ব্যবস্থাপনা কমিটি।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য ভারত ও বাংলাদেশের যৌথ ইঞ্জিনিয়ারিং টিম দুইটি হাট পরিদর্শন করেছে।

 

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আমিমুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

করোনা মহামারির কারণে গত ২০২০ সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এর ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য প্রাক্কলন করতে দুই দেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করেছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হাটটি ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।