ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

নড়াইল: নড়াইল সদর ও লোহাগড়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।  

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামির নাম তুষার কান্তি মালাকার। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে।  

অন্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর, পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চরমল্লিকপুর গ্রামের শুভ শেখ।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।