ফেনী: ফেনীতে দিনব্যাপী লাল-সবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে শহরের কিং কমিউনিটি সেন্টারে তথ্য আপার কেন্দ্রীয় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে ও ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তথ্য আপা অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি দেশের জনসংখ্যার সমান সংখ্যক পুরুষের পাশাপাশি নারীদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য আপা প্রকল্পের উপ-পরিচালক মো. লোকমান হোসেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল পল্লী বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মীর শাহেদ আলী। বক্তব্য দেন ডিজিটাল পল্লীর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিজিটাল পল্লীর কনসালটেন্ট ইশতিয়াক আহমেদ, ডিজিটাল পল্লী ই-কমার্সের জেলা কো-অর্ডিনেটর আক্তার মাহমুদ শামীমসহ জেলা তথ্য আপা ও ডিজিটাল পল্লী ই-কমার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, ফেনী জেলা তথ্য আপা প্রকল্পের আওতায় লাল-সবুজ উদ্যোক্তা মেলায় প্রায় দেড় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। এতে ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসএইচডি/আরবি