ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
গাজীপুরে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

গাজীপুর: সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তাররা হলেন টঙ্গীর পশ্চিম আরিচপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৩) ও ময়মনসিংহ সদর থানাধীন মধ্য বাড়েরা এলাকার মো. আসকার আলীর ছেলে মো. আদম আলী (৩২)। আদম আলীর টঙ্গীর নতুন বাজার এলাকায় বাসা ভাড়া থাকতো।  

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান জানান, টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন ও আদম আলীকে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তারা টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮, জুন ১৭, ২০২৩
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।