ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনার দাকোপে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
খুলনার দাকোপে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনা: খুলনায় দাকোপ উপজেলার পৃথক তিন স্থানে রোববার (১৮ জুন) সকালে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সুজিত সরদার (৩৫), আজিজুল শেখ (৬১) ও খোরশেদ শেখ (৬০)।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বলেন, দাকোপের পৃথক তিন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া তিন জন আহত হয়েছেন। এরমধ্যে বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার মাছ ধরার সময়, কাঁকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) শেখ শাহিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া গ্রামে মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ ৩ জন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে আজিজুল শেখ মারা যায়। তবে অন্যদের কোনো সমস্যা হয়নি।

অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ ৪/৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অপেক্ষা করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ১০ দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল মারা যান। এসময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে ৪ জন আহত হন। আর বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।