ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন খোকন সেরনিয়াবাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন খোকন সেরনিয়াবাত

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিবাচিত মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ জুন) বেলা ১১টার দিকে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত ও পুত্রবধূ অ্যানদেইলিস অ্যাস্ত্রেয়া।

বিকেলে এক ই-মেইল বার্তায় খোকন সেরনিয়াবাতের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।  

এছাড়া নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর মিডিয়া সেলের দায়িত্বে থাকা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, খোকন সেরনিয়াবাতের ব্যক্তিগত সহকারী মো. রুবেলও বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।