ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়াসার পানির মূল্য এলাকাভিত্তিক না করে ব্যবহার অনুযায়ী করা উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ওয়াসার পানির মূল্য এলাকাভিত্তিক না করে ব্যবহার অনুযায়ী করা উচিত সভায় বক্তব্য রাখছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ওয়াসার পানির মূল্য এলাকাভিত্তিক না করে ব্যবহার অনুযায়ী করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, গাড়ির ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয় সিসি অনুযায়ী।

১৫শ’ সিসির গাড়ির মূল্য এক রকম এর কম সিসির মূল্য আরেক রকম। ওয়াসার বস্তি এলাকার পানির মূল্য ব্যবহার অনুযায়ী করা উচিত। আমি জাপানে দেখেছি সেখানে আপনি যতক্ষণ রুমে থাকবেন ততক্ষণ বিদ্যুৎ থাকে। রুম থেকে বেরিয়ে গেলে বিদ্যুৎ বন্ধ, এটা সেন্সর সিস্টেম। সেন্সর সিস্টেম দেশে ব্যয় সাপেক্ষ। আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হবো। সেই লক্ষে দেশের সব কার্যক্রম চলছে। স্মার্ট বাংলাদেশ হতে হলে আমাদের পানির অপচয় রোধ করতে হবে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে পানির অপচয় রোধ ও এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

ভোক্তা অধিদপ্তরের ডিজি সফিকুজ্জামান বলেন, বর্তমানে ওয়াসা অনেক উন্নয়নমূলক কাজ করেছে সত্য। কিন্তু নাগরিকদের সঙ্গে একটি দূরত্ব তৈরি হওয়ায় ওয়াসার ইমেজ সংকটে রয়েছে। এজন্য তিনি ওয়াসা কর্তৃপক্ষকে নাগরিক সচেতনতা গড়তে বেশি বেশি সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে। এছাড়া ওয়াসার দুর্নীতি রোধে শতভাগ প্রযুক্তিবান্ধব মিটার ব্যবস্থা চালু করার আহ্বান জানান তিনি। সেসঙ্গে পানির লিকেজ বন্ধ, এলাকাভিত্তিক নজরদারি জোরদার, পানির অপচয় রোধে নাগরিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, তরুণ সংঘের চেয়ারম্যান ফজলু হক, সোহেল মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।