ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১৬ কোটি টাকার আইস উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
টেকনাফে ১৬ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে পৌনে ১৬ কোটি টাকা মূল্যের তিন কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. নুরুন্নবী (২৭) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল পয়েন্টে এ অভিযান চালানো হয়।

 নুরুন্নবী (২৭) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুদাপাড়ার মৃত জহির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা যোগে সন্দেহজনক তিনজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে পালিয়ে গেলেও অপরজনকে আটক করতে সক্ষম হয়।

মহিউদ্দীন আহমেদ বলেন, পরে নৌকাটি তল্লাশির এক পর্যায়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পলিথিনের ব্যাগটি খুলে পাওয়া যায় ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক ১৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।  

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।