ঢাকা: রাজধানীর মিরপুর কল্যাণপুরে সোরহাব পেট্রল পাম্পের সামনে চালকের আসনে বসা অবস্থায় ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক জাবের উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছে, না অন্য কারণ আছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার (২১ জুন) দুপুরের দিকে মিরপুর বিভাগের দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২০ জুন) রাতে কল্যাণপুর সোরহাব ফিলিং স্টেশনে সামনে তাকে কে বা কারা কাভার্ডভ্যানে থাকা অবস্থায় ছুরিকাঘাত আঘাত করে। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে জাবের ঘটনার সময় কাভার্ডভ্যান চালিয়ে চালিয়ে যাচ্ছিল। জ্যাম ও সিগন্যালের কারণে গাড়িটি সেখানে দাঁড়িয়ে ছিল। চালকের আসনে বসা অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কাভার্ডভ্যান চালক জাবের ছিনতাইকারীর ছুরিকাঘাতে, না অন্য কোনো কারণে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, যতটুক জানা গেছে ঢাকার বাইরে থেকে কাগজ নিয়ে পুরান ঢাকায় নামিয়ে দেয় জাবের উদ্দিন। পরে সেখান থেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ওই পেট্রল পাম্পের সামনে সিগনালে পড়ে তখনই চালকের অবস্থানে থাকা অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জাবের উদ্দিনের কাভার্ডভ্যান তার নিজের। নিজেই চালিয়ে থাকতেন। গাড়িতে হেলপার ও অন্য কোনো লোক ছিল না।
নিহত চালক লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম মসরুল হক। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এজেডএস/জেএইচ