ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের অগ্নিদগ্ধ চালককে ঢাকায় পাঠানো হলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের অগ্নিদগ্ধ চালককে ঢাকায় পাঠানো হলো

ফরিদপুর: জেলার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্স চালক।

অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

আহত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম মৃদুল মালো (২৫)। সে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর ছেলে।

দুর্ঘটনার পর দুপুর ১২টা ১০ মিনিটে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আর একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অ্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ভাঙ্গায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, এখনও পরিচয় মেলেনি নিহত যাত্রীদের

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।