ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, চালক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গরুবাহী পিকআপভ্যানের ধাক্কায় চালক নিহত ও আহত হয়েছেন আরও দুইজন। এছাড়াও এ সময় দুটি গরু মারা গেছে।

 

রোববার (২৫ জুন) সকাল ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর মেহেড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।  

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী গরুবাহী একটি পিকআপভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর মেহেড়াবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুটি গরু মারা যায় এবং চালকসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।   

রিয়াদ মাহমুদ আরও বলেন, পিকআপভ্যানে ১১টি গরু ছিল। এর মধ‍্যে দুটি মারা গেছে ও দুটি গরুকে জবাই করা হয়েছে। এ ঘটনায় চালক নিহত হয়েছে। এছাড়াও আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।