ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদকে সামনে রেখে মাদারীপুরে বেড়েছে মশলার দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ঈদকে সামনে রেখে মাদারীপুরে বেড়েছে মশলার দাম

মাদারীপুর: কোরবানির ঈদকে সামনে রেখে মাদারীপুরে প্রতিটি মশলার দাম বেড়েছে ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। বিষয়টিতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদারীপুর শহরের প্রধান পাইকারি আড়ত পুরানবাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে আদার কেজি ৬০ টাকা বেড়ে ২৮০ টাকায় ঠেকেছে, মরিচ ৩৮০-৪০০ টাকা, ধনিয়া ২৫০, কালিজিরা ২৫০ ও হলুদ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি। এছাড়া পেঁয়াজের দাম ৫৫ টাকা থেকে ৬৫ টাকায় ঠেকেছে। রসুনের বাজারও বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।

নিয়মিত বাজার মনিটিরং না করায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বিক্রেতাদের দাবি, বাজারে মশলার সংকট থাকায় বেড়েছে দাম।

ক্রেতারা বলেন, বাজারে গিয়ে দেখি প্রতিটি মশলার দাম বেড়েছে। দোকানদারকে জিজ্ঞেস করলে বলেন, মালের সংকট। আমরা ক্রেতারা অসহায়।

বেশ কয়েকজন বিক্রেতা জানান, ঈদকে সামনে রেখে মশলার বাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। তাই বেড়েছে দাম। পণ্যের আমদানি বেশি হলে দাম কমে যাবে। এছাড়া চাহিদা বেশি থাকায় পণ্য কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে।

মাদারীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মিলে সবাই বাজারে খোঁজখবর রাখছে, অভিযান চালাচ্ছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।