ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য থাকছে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ খাবার। সকালে রোগীদের জন্য স্বাভাবিক নাস্তার পাশাপাশি থাকবে সেমাই।
রোববার (২৫ জুন) ঈদুল আজহা উপলক্ষে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য এ বিশেষ মেন্যু নির্ধারণ করেন।
সোমবার (২৬ জুন) হাসপাতালে রোগীদের জন্য রান্নার স্থানের দায়িত্বরত কর্মকর্তা স্টুয়ার্ট বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের সকালে স্বাভাবিক নাস্তার পাশাপাশি সেমাই দেওয়া হবে। এছাড়া দুপুরে থাকছে পোলাও, মুরগির রোস্ট ও রেজালা। পাশাপাশি ডিমের কোরমা, শসা, লেবু ও আপেল দেওয়া হবে। রাতে প্রতিদিনের মতো ভাত, মাছ স্বাভাবিক খাবার দেওয়া হবে।
বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক রোগীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে এ বিশেষ খাবারগুলো অনুমোদন দিয়েছেন। ঈদের আগে ভর্তি রোগীর সংখ্যা কম থাকে। ধারণা করা হচ্ছে, দুই হাজারের বেশি রোগী ভর্তি থাকতে পারে। তবে সঠিক হিসাব ঈদের একদিন আগে জানা যাবে। সেই হিসাব অনুযায়ী ঈদুল আজহায় রোগীদের জন্য বিশেষ খাবার রান্না করা হবে।
তিনি বলেন, সকালে নাস্তার পাশাপাশি দুপুর ১টার মধ্যে প্রত্যেক ওয়ার্ডে রোগীদের খাবার পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৬, ২০২৩
এজেডএস/আরবি