নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নদীর পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- হাজিরটেক গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। দুজনই হাজিরটেক কওমী মাদরাসার ছাত্রী ছিল।
জানা গেছে, দুই শিশু শিক্ষার্থী মাদরাসা ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় তারা মাদরাসার পাশের নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হুমাইরা পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত দুজন সম্পর্কে চাচাতো বোন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআরপি/আরবি