ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে আইয়ুব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামে চাড়ালকাটা নদীতে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত জফির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, কৃষক আইয়ুব আলী প্রতিদিনের মতো সোমবার নদীর ধারে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যান। বিকেলের দিকে গরু বেঁধে রেখে নদীতে গোসল করতে নামেন। এরপর সেখানে উপস্থিত লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় এক কিলোমিটার ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।