ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় শরীরচর্চা করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
পাকুন্দিয়ায় শরীরচর্চা করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের রাকিব

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জিম সেন্টারে শরীরচর্চা করতে গিয়ে রাকিব (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ জুন) সন্ধ্যার দিকে পাকুন্দিয়া পৌরসভার গরুর হাট এলাকার নীরব ইলেকট্রনিক্স অ্যান্ড জিম সেন্টারে এ ঘটনা ঘটে।

 

নিহত রাকিব উপজেলার চরফরাদী গ্রামের রবিউলের ছেলে এবং চর আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জুন) সন্ধ্যার দিকে পাকুন্দিয়া পৌরসভার গরুর হাট এলাকার নীরব ইলেকট্রনিক্স অ্যান্ড জিম সেন্টারে শরীরচর্চা করতে যান রাকিব (১৯)। শরীরচর্চা করার একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।