নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবার।
মঙ্গলবার (২৭ জুন) বাংলানিউজকে জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার জেলা কারাগারে বন্দি রয়েছেন ১৬০০ জন। বন্দিদের জন্য ঈদের দিন সকালে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। খাবারের মধ্যে রয়েছে- সকালে পায়েস, মুড়ি। দুপুরে গরুর মাংস, পোলাও, কোমল পানীয়, পান-সুপারি। রাতে মাছ আলুর দম, ভাত থাকছে। এছাড়া করোনার পর এবার ঈদুল আজহাতে কারাবন্দিদের স্বজনদের রান্না করা খাবার দেওয়া হবে।
মোকাম্মেল হোসেন বলেন, এবার করোনার পর আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঈদের পরদিন কারা অভ্যন্তরে এ আয়োজন করা হবে। সব মিলিয়ে আমরা ঈদের আনন্দ থেকে যেন কারাবন্দিরা বাদ না যায় সেজন্য বিভিন্ন আয়োজন করছি।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমআরপি/আরবি