ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ দাবি জানানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে সোমবার (২৬ জুন) অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।
সভায় বলা হয়, বর্তমানে দেশে প্রায় সাড়ে ১২ লাখ সরকারি কর্মচারী চাকরিরত। প্রায় সাড়ে সাত লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন। অবসরপ্রাপ্ত এ কর্মচারীদের মধ্যে ৮০ শতাংশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির। তাদের মধ্যে আবার ৯০ শতাংশই চরম আর্থিক ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনযাপন করছেন। এ বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে সরকারের এসডিজিসহ অন্যান্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়।
সভায় সমিতির সদস্যরা বলেন, সরকারি কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থান থেকে বহু সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতিতে যোগাযোগ করেন এ প্রণোদনার সুবিধা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে। সভায় উপস্থিত সদস্যরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ওই প্রণোদনার আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করার জন্য সমিতি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সমিতির সদস্যরা মনে করেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সুবিধা সাড়ে সাত লাখ সামরিক ও বেসামরিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশনারদের প্রতি সমভাবে প্রযোজ্য না হলে পেনশনারদের প্রতি বৈষম্যতা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে যা সংবিধান প্রতিশ্রুত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হবে না।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ প্রণোদনা সুবিধা প্রদানের জন্য ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ জানানো হয় অর্থমন্ত্রীকেও। এই সুবিধা অবসরপ্রাপ্ত, সরকারি কর্মচারীদের প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমআইএইচ/এমজে