ঢাকা: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফেনীর স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিমের মা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাত ১টার দিকে ফেনী শহরের আরামবাস্থ ছেলের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরে তাকে ছাগলনাইয়ার কলেজ রোডের আহমেদ কটেজে আনা হয়। বুধবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্বদেবপুর বড় কবরস্থান মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যেজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ডালিমের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এএটি