ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গো-খাদ্যের ট্রাকে ইয়াবার চালান, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
গো-খাদ্যের ট্রাকে ইয়াবার চালান, গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গো-খাদ্য বহন করা একটি ট্রাক থেকে চার হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ)।

মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাদল হোসেন (৩৪), মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) ও মো. পারভেজ (২০)।

ডিএনসি’র সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গো-খাদ্য পরিবহনের আড়ালে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। ইয়াবার চালানটি মোহাম্মদপুরে যাওয়ার কথা ছিল। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।