ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
বগুড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন আটক শহীদ হাসান মণ্ডল সুইট

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মাসুম মণ্ডল (৩৪) খুন হয়েছেন।  

বুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত ট্রাকচালক সমিতির সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত মাসুম বগুড়া দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলা সম্মিলিত ট্রাকচালক সমিতির পিয়ন।

হত্যায় অভিযুক্ত শহীদ হাসান মণ্ডল সুইট (৩৫) নিহতের বড় ভাই। তিনি ঢাকাতে রং মিস্ত্রির কাজ করেন। তাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুইট ও মাসুমের মধ্যে পারিবারিক কোন্দলের জের ধরে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুইট ছুরি দিয়ে মাসুমের বুকের বাম পাশে ও পিঠে আঘাত করেন। এতে মাসুম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সুইট নিহতের সৎ ভাই। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঈদের কারণে ঢাকা থেকে বাড়িতে আসে সুইট। বগুড়ায় এসে সেই দ্বন্দ্ব আবার শুরু হয়। এর জেরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সুইটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নামে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।