ঢাকা: ঈদের দ্বিতীয় দিনও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই গতকালের মতো আজও ব্যস্ত সময় পার করছেন কসাইরা।
শুক্রবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে। ফলে কসাইরা আজও ব্যস্ত সময় পার করছেন। ঈদের দিন অনেক বেশি কাজের চাপ থাকায় অনেকের কাজ নেওয়া সম্ভব হয় না কসাইদের। তাই অনেকে নির্বিঘ্নে ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করে থাকেন। আর এ বছর বৃষ্টি হওয়াতে সেটার পরিমাণ অনেক বেড়েছে।
মৌসুমি কসাই রফিকুল ইসলাম বলেন, গতকাল দুটি গরু ও দুটি খাসি কাটছি। আমরা শুধু ঈদেই গরু কাটি। আমাদের রেটও কম। গরু কেনার দামের ওপর হাজারে একশ টাকা আমাদের রেট। আজ একটা কাজ নিছি, সেটা করতেই আসছি।
সূত্রাপুর বাজারের কসাই আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, মাংস কাটাইতো আমগো কাজ। কোরবানির সময় একটি গরু কাটতে আমরা বিভিন্ন রকমের রেট নেই। যেমন কেউ যদি চুক্তিতে দেয় তাহলে এক রকম, আবার কেউ যদি গরু কেনার দামের ওপরে চুক্তি করে তাহলে আরেক রকম। যেমন আমরা গরু কেনার দামের ওপর প্রতি হাজারে দেড়শ-দুইশ টাকা নেই। যার থেকে যা নিতে পারি আরকি।
রায়সাহেব বাজারের কসাই মন্টু মিয়া বলেন, এ পেশায় লোক কম তাই ঈদের দিন কসাই সংকটে অনেকেই কোরবানি দিতে পারেনি। তাই অনেকে পরের দিন কোরবানি দেন। গতকাল তিন জায়গায় গরু কাটছি। আজ দুই জায়গায় কন্টাক করেছি। তবে গতকালের থেকে আজ রেট কম।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জিসিজি/আরবি