ঢাকা: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে বলে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের কাছে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিপক্ষ দল বিদেশিদের কাছে নালিশ করে।
শনিবার (১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের সঙ্গে ‘রোড টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস সামিট ২০২৩’ শীর্ষক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশিদের ডেকে এনে দেশের যেন অনিষ্ট করতে না পারে এজন্য জনগণকে সচেতন থাকতে হবে । জনগণকে বলবো দেশকে ধ্বংস করতে চাই তাদেরকে বর্জন করুন। তাহলে দেশের মঙ্গল, জনগণের মঙ্গল।
তবে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে রাজনীতি নিয়ে আলাপ হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। উন্নয়ন বজায় রাখা বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের দারিদ্র্য বিমোচনও বড় চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, আমিনা জে মোহাম্মেদ বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া তিনি মোংলায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়াও জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলবেন।
২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত ছিল।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এনবি/আরআইএস