ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্ধ কলকারখানা চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বন্ধ কলকারখানা চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: দেশের বন্ধ ২৬টি পাটকল ও ছয়টি চিনি কলসহ সব বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরিশাল নগরের সদর রোডে ফেডারেশনের কালো দিবস উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, ক্ষেত মজুর কেন্দ্রীয় কমিটি সদস্য হারুন অর-রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ অজিজুর রহমান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক আমির আলী, শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য বিরেন রায় প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে সরকার লোকসান ও পুরাতন কলকারখানার অজুহাত দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়ার কারণে ৪০ হাজার পাটকল শ্রমিক আজ বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে আজ মানবেতর জীবন-যাপন করছেন। ফলে বন্ধ সব কলকারখানা পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া পরিশোধের তারা দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।