ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র 

লক্ষ্মীপুর: ঈদ পরবর্তী বন্ধুর সঙ্গে নদীর তীরে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম তানিম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দিনগত রাত ১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ভুঁইয়ার রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরোহী বন্ধু তানজিনও গুরুতর আহত হয়েছেন।

তানিম রায়পুর দেনায়েতপুরের লেংড়াবাজার এলাকার মাইক ব্যবসায়ী মিজানুর রহমানের একমাত্র ছেলে। শহরের গাজি কমপ্লেক্সে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে খালে পড়ে যান তানিম।  

পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, আদরের ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার ও স্বজনেরা। তাদের আর্তনাদ ও আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সন্তান হারিয়ে শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন তানিমের বাবা মিজান। আর সন্তানের শোকে বাকরুদ্ধ মা হাসিনা বেগম ও তার বোন।

সোমবার (৩ জুলাই) বিকেলে তানিমকে লেংড়াবাজার প্রথম জানাজা ও খাসেরহাট এলাকায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে জানিয়েছে পরিবারের লোকজন।  

তানিমের বাবা মিজানুর রহমান জানায়, রোববার (২ জুলাই) সন্ধ্যার তানিম তার পাশের বাড়ির বন্ধু তানজিনকে নিয়ে মোটরসাইকেলে করে আড্ডা দিতে মেঘনা নদীর তীরে আলতাফ মাস্টার ঘাটে যায়। রাত ১টার সময় ঘরে ফিরে আসার সময়ে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার রাস্তার মাথায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তানিম সিটকে পাশের খালে পড়ে যায়। ছেলেটা ঘুরতে বেরিয়ে এখন লাশ হয়ে ফিরল।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় তানিম নামের একজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।