কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. হেলাল মিয়া (৩৫) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদক সম্রাট মো. হেলাল মিয়া (৩৫) ভৈরব পৌরসভার কালিপুর মধ্যপাড়ার ঈদগাহ রোড সংলগ্ন (উসমান মোহাম্মদ মিয়া বাড়ি) এলাকার মৃত উসমান মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদকের বড় কারবারি তথা মাদক সম্রাট হিসেবে পরিচিত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ভৈরব উপজেলার কালীপুর দক্ষিণপাড়া সাকিনস্থ ডেংহাটি মেঘনা নদীর পাড়ের সাইদুল মিয়ার বসত বাড়ির পশ্চিম পার্শ্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুইটি আকাশি রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল মিয়া স্বীকারোক্তি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করতেন তিনি। পরে দেশের ভেতরে বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।
র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, উদ্ধার করা গাঁজা এবং আটক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ০৩ জুলাই, ২০২৩
এসআইএ