ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মরিচের দাম নিয়ে ছল-চাতুরী, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
মরিচের দাম নিয়ে ছল-চাতুরী, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ: জেলার পাইকারি বাজারে মরিচের দাম নিয়ে ছল-চাতুরী, কেনার রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো জাগীর আড়তের রুবেল স্টোরকে দুই হাজার, মেসার্স লেছু বাণিজ্যালয়কে দুই হাজার, মোল্লা বাজারের রাসেল স্টোরকে ৫০০, মান্নান স্টোরকে ৫০০ এবং দুধ বাজারের রুবেল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সকাল থেকে সদর উপজেলার জাগীর কাঁচা বাজার আড়ত, মোল্লা বাজার, পৌর কাঁচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ১৬০ টাকায় কেনা কাচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করা, কেনা পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে আইন অনুযায়ী জরিমানা করা হয়।  

এছাড়া খুচরা ও পাইকারি বাজারের সব ব্যবসায়ীকে কেনা-বেচার পাকা রশিদ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট বাজার কমিটিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।