ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে আগুনের ঘটনায় উদ্ধার অভিযানে নৌ-বাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। নৌ-বাহিনীর জাহাজ ‘ডলফিন’ বরিশাল থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এর আগে সন্ধ্যায় তেলবাহী ট্যাঙ্কার সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দশষ পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ ও আহত হন। তাদের ১১ জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনতে পাঠানো হয়েছে ঢাকায়, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। একজন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাগর নন্দিনী-২’য়ের পাশে সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। আগুনে সেটিতেও ছড়িয়েছে।
সর্বশেষ জানা তথ্যে, টানা ৫ ঘণ্টা অতিবাহিত হলেও ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ তেলবাহী ট্যাঙ্কারে লাগা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
ঝালকাঠি সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন এতটাই ভয়াবহ- ফায়ারকর্মী ও উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের কাছাকাছি যেতে পারেনি।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এমইউএম/এমজে