ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের 'সাগর নিধি' জাহাজে বিজ্ঞানীদের সমুদ্র অভিযান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ভারতের 'সাগর নিধি' জাহাজে বিজ্ঞানীদের সমুদ্র অভিযান

ঢাকা: ভারতের গবেষণা জাহাজ 'সাগর নিধি'তে বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীরা প্রায় ৩৫ দিনব্যাপী একটি যৌথ সমুদ্র অভিযানে অংশ নিয়েছেন।  

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর পরিকাঠামোর অধীনে সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত এক যুগান্তকারী আয়োজনে অংশ নিতে গত ২৯ জুন ভারতের গবেষণা জাহাজ 'সাগর নিধি'র যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এই সমুদ্রযাত্রা ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওআইএস) কর্তৃক পরিচালিত হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে গোয়া ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম সিএসসি ওশানোগ্রাফার ও হাইড্রোগ্রাফার সম্মেলন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অভিযান চলাকালে বিজ্ঞানীরা সামুদ্রিক পরিবেশের পরিবর্তন ও সমুদ্রের পরামিতিসমূহ পরিবর্তনের পূর্বাভাস দেওয়া ও তা নিয়ন্ত্রণের লক্ষ্যে সামুদ্রিক তথ্য নিয়ে যৌথভাবে গবেষণা করবেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুলাই ০৪,  ২০২৩
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।