ঢাকা: এক হাজার ৬২ জন বাংলাদেশি নাগরিককে সুদান থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় রফিকুল আলম বলেন, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৬শ’র অধিক মানুষ নিহত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার সুদানে অবস্থানরত এক হাজার ৬২ জন বাংলাদেশি নাগরিককে সুদান থেকে ফিরিয়ে এনেছে। প্রথম পর্যায়ে ৯০৩ জন বাংলাদেশিকে গত মে মাসে সরকারি খরচে সুদান থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গত ১ জুলাই বাংলাদেশ বিমানের ফ্লাইটে ৮০ জন, ২ জুলাই বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটযোগে ৫৯ জন ও ৩ জুলাই বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে আরও ২০ জন বাংলাদেশি বাংলাদেশে আসেন।
তিনি বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে দোহায় পরিবহন করা হচ্ছে। দোহা পৌঁছামাত্র তাদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়া হয়। প্রত্যাবাসিত প্রত্যেককেই দেশে ফেরার পর পকেটমানি হিসেবে পাঁচ হাজার টাকা ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
রফিকুল আলম বলেন, পোর্ট সুদান বা দোহা- কোনো স্থানেই যেন প্রবাসীদের কোনো অসুবিধা না হয়ে সেজন্য উভয় স্থানেই প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, চিকিৎসা ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিকে নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
টিআর/আরবি