ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেষ হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
শেষ হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন জাতীয় সংসদ ভবন

ঢাকা: শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন। অধিবেশনে সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করে শোনান। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনান হয়।
 
২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয় গত ৩১ মে বিকালে ৫টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তার প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন। ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এ বাজেট পাশ হয় গত ২৬ জুন।

স্পিকার এ অধিবেশন সম্পর্কে বলেন, এই অধিবেশনে বাজেটের ওপর ১৮৭ জন সংসদ সদস্য ৩২ ঘণ্টা তিন মিনিট আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে ১৪টি সরকারি বিল পাশ হয়েছে। মোট কার্য দিবস ছিল ২২ দিন। অধিবেশনে অডিট রিপোর্ট পেশ করা হয় ৪৭টি। ৩৩টি নোটিশ, প্রধানমন্ত্রীর জন্য ৯৭টি প্রশ্ন আসে। তিনি ৫৬টির উত্তর দেন, মন্ত্রীদের জন্য প্রশ্ন আসে এক হাজার ৮৮৯টি, তারা উত্তর দেন ১৩৩টির।

তিনি আরও বলেন, এটি ছিল বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।