ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্রথম নারী ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
ফেনীতে প্রথম নারী ডিসি শাহীনা আক্তার

ফেনী: ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহীনা আক্তার। তিনি বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিবের দায়্ত্বি পালন করছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ 

ফেনীর প্রথম নারী ডিসি হিসেবে যোগ দেবেন তিনি৷ ২০১৮ সালের ৮ নভেম্বর কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ২৭তম বিসিএস (প্রশাসন) এর কর্মকর্তা শাহীনা আক্তার। তিনি এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  

ফেনীর বর্তমান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান স্থানীয় সরকার বিভাগে উপসচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হচ্ছেন৷ তিনি ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন৷ ২৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন আবু সেলিম।


বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএইচডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।