ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় নাঈম (১৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এই ঘটনা আহত হয়েছে ওয়াসিম (২৮) নামে আরেক ব্যক্তি।

 

রোববার (৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে শনিবার (৮ জুলাই) দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।

ময়মনসিংহের সদর উপজেলার চর ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলাম ও নুরনাহার দম্পতির ছেলে নাঈম। বর্তমানে মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতো। মুরগি বহনকারী ব্যাটারিচালিত ভ্যান চালাতো সে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম জানান, রাতে কাপ্তান বাজার থেকে ভ্যানে মুরগি নিয়ে মগবাজারের দিকে যাচ্ছিল নাঈম। ভ্যানটিতে বসা ছিলেন মুরগি ব্যবসায়ী ওয়াসিম। ফকিরাপুল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইমের। আর আহত ওয়াসিমকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।