ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মশক নিধন অভিযান: লার্ভা পাওয়ায় ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
মশক নিধন অভিযান: লার্ভা পাওয়ায় ৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানের দ্বিতীয় দিনে লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএনসিসির দশটি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো জুলাই মাসে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযানে অংশ নেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ.কে.এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা মশক কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। এসময় তারা মশার উৎসস্থল ধ্বংস করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।