ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাথরুম দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বাথরুম দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাথরুম দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আমির ফকিরের (৩৩) ধাক্কায় নিহত হন বড় ভাই মো. আনোয়ার ফকির (৩৫)।

মঙ্গলবার (১১ জুন) দিনগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আনোয়ার ফকির ও আমির ফকির ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা এলাকার নুর আলম ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর খাঁন

স্থানীয় সূত্রে জানা যায়, বাথরুম দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিলে এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় ছোট ভাইয়ের ধাক্কায় বিটুমিন ঢালায় রাস্তার ওপর পড়ে যায় বড় ভাই আনোয়ার ফকির। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা এলাকায় একজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।