ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থানার ভেতরে দুপক্ষের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
থানার ভেতরে দুপক্ষের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ১০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে থানার ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া ও আলিফ খার মধ্যে একটি রাস্তার গাইডওয়াল নির্মাণ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনা মীমাংসার জন্য দুপুরে মাধবপুর থানার সভাকক্ষে বৈঠক চলছিল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য অন্তত ১০ জন আহত হন।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিরোধ মীমাংসার সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে এ মামলায় উভয়পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।