ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদিতে নয়জনের মৃত্যু

‘আমার ছেলের লাশটা চাই’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
‘আমার ছেলের লাশটা চাই’  সাইফুল ইসলাম: ফাইল ফটো

সাভার (ঢাকা): ৮ বছর দুই মাস ধরে সৌদি আরবে থাকেন সাভারের বলিয়াপুরের বাসিন্দা সাইফুল ইসলাম৷ শেষবার ছুটি পর ১৪ মাস হলো সৌদিতে রয়েছেন তিনি। শুক্রবার (১৪ জুলাই) সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে মারা যান সাইফুল।

এ ঘটনা জানার পর থেকে সাইফুলের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা সাইফুল ইসলামের লাশ দ্রুত দেশে আনার দাবি জানান।  

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাইফুল ইসলামের নিজ বাড়ি সাভারের বলিয়াপুরে গিয়ে দেখা গেছে এমন কান্নার চিত্র। সাইফুলের পরিবারের সদস্যদের কান্নার আহাজারিতে চারপাশে শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল ইমলাম মৃত আলাউদ্দিন ও নবিজা বেগম দম্পতির বড় ছেলে ছিলেন। সাইফুল ইসলামের চার ভাই তিন বোন। তিনি সৌদিআরবে দাম্মাম শহরের ট্রাকচালক ছিলেন বলে জানিয়েছেন পরিবার।

মা নবিজা বেগম বিলাপ করে বলছেন, আমার ছেলে মারা গেল, তার লাশটা যেন আমরা পাই। আমার ছেলের লাশটা আমি চাই। শেষবারের মতো ছেলেকে দেখতে চাই।

স্ত্রী নাছিমা আক্তার স্বামী হারানো শোকে স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর পর তার কোলে থাকা একমাত্র মেয়ে আট বছর বয়সী নুসরাত জাহান সাইকা চিৎকার করে করে বাবা বাবা করে ডাকছে।  

স্ত্রী নাছিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, আমার স্বামী পরিবারের হাল ধরতে বিদেশে গেছে। তিনি এখন আর আমাদের মাঝে নেই। এখন আমাদের পরিবার দেখবে কে। আমরা চলব কি করে। এখন সরকারের কাছে আমার আবেদন আমার স্বামীর লাশ যেন দ্রুত এনে দেয়।

বাকরুদ্ধ হয়ে ফ্লোরে বসে আছেন চাচা আমজাদ হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, আমার ভাতিজা তিনবার একই সৌদিতে গেছে। সেখানে ট্রাক চালাতো। এবার তার শেষবার। কিন্তু সে গিয়ে এবার মারাই গেল। গতকাল আমরা খবর পাই। আমরা আর কিছু চাই না। তার লাশটা শুধু চাই। যে আমার ভাতিজাকে বিদেশ পাঠিয়েছে তার সঙ্গে যোগাযোগ করছি লাশ আনার বিষয়ে। আমরা মন্ত্রণালয়েও যোগাযোগ করব।

শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। এতে নয়জন কর্মী মারা যান। তাদের মধ্যে সাইফুলও একজন।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।