ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (১৭ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি শেখ জামাল মাঠের পূর্ব পাশের ফুটপাতে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে রাকিব ও তার এক বন্ধু শেখ জামাল মাঠের পাশে চা পান করতে যায়। এসময় কয়েকজন ছিনতাইকারী তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলার পাশে ছুরিকাঘাত করে। তা দেখে তার বন্ধু দৌড়ে পালিয়ে যায় এবং ছিনতাইকারীরাও পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান।

এসআই আরও জানান, রাকিবের বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। তাদের বাসা গ্রীনরোডে সরকারি স্টাফ কোয়ার্টারে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।