ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইসহ কাউন্সিলর প্রার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
দুই প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইসহ কাউন্সিলর প্রার্থী আহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর হামলায় আহত হয়েছেন অপর কাউন্সিলর প্রার্থী সবুজ মিয়া ও তার ভাই রিপন মিয়া।  

ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর প্রার্থী রতন ও টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা এ হামলা করেছেন বলে অভিযোগ।

 

হামলায় আমি নিজেও আমার ভাই রিপন মিয়া আহত হয়।

এই ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিপন মিয়া বলেন,  এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাতজন।
এরমধ্যে আমার ভোটার সংখ্যা বেশি। অন্য প্রার্থীদের ভোটার সংখ্যা কম হওয়ায় তারা হামলার ঘটনা ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর প্রার্থী রতন ও টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকদের হামলায় আমি নিজে ও আমার ভাই রিপন মিয়া আহত হয়েছি।

ঘটনার বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ জানান, এই কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনা নিয়ন্ত্রণে আনে। যারা এই ঘটনায় সঙ্গে জড়িত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ঘটনার বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

কেন্দ্র পরিদর্শনে আসা চাঁদপুরের জেলা প্রশাসক (ভিসি) কামরুল হাসান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। এই প্রথম ইভিএমে ভোট হওয়ায় নারীদের ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ভোটারদের ব্যাপক উপস্থিত আছে। আমরা শেষ সময় পর্যন্ত ভোটগ্রহণ করব। নিরাপত্তার জন্য ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন শেষ নাওয়া পর্যন্ত পৌর এলাকায় অবস্থান করবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।